অনলাইন ডেস্ক:
ব্যাংকারদের বিদেশ ভ্রমণে আর বাধা থাকছে না। সব ধরনের বাধা উঠিয়ে নেওয়া হলো। এমনকি এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে বাংলাদেশ ব্যাংকেরও কোনো অনুমতির নেওয়ার প্রয়োজন হবে না।
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনারের কর্মকর্তারা যেতে পারবেন।
আরও পড়ুন
ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের