January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 22nd, 2025, 5:05 pm

পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পাবনায় দরিদ্র অসহায় মানুষের মাঝে একহাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংস্থাটির সদস্যরা। ২২ জানুয়ারী (বুধবার) দুপুরে জেলা সদরের গয়েশপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা হাসপাতাল মাঠ চত্বরে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শীত বস্ত্র কম্বল সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারন সম্পাদ ও জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ, ফকির উদ্দিন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রাজিবুল হক, দিপক কুপার সরকার, আখতারুজ্জামান শিপন, মোঃ রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এলাকার দিনমজুর শ্রমিক, রিক্সা, অটো, ভ্যান চালক, মাটি শ্রমকি, কৃষক শ্রমিক পরিবারের এক হাজার নারী ও পুরুষ সদস্যদের উপস্থিতিতে এই কম্বল বিতরণ করা হয়। বন্ধু ফাউন্ডেশন এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম করে আসছেন। এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষ আবাল বৃদ্ধা ও শিশুদের শিক্ষা উপকরণসহ সামাজিক ও আর্থিক ভাবে সাবলম্বি করার লক্ষে কাজ করে যাচ্ছেন। এলাকার সচ্ছল শতাধিত যুবকের আর্থিক সহযোগিতায় এই সামাজিক র্ক্যাক্রম করছেন সংগঠনের সদস্যরা।