গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার সভাপতিত্ব করেন এবং স্বাগত রাখেন। তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী, শিক্ষক ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ
রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত