December 31, 2025
Wednesday, January 29th, 2025, 1:44 pm

রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে চিটাগং

অনলাইন ডেস্ক:
একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে বিপিএল। আজ বুধবার প্রথম ম্যাচে টেবিলটপার রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে চিটাগং কিংস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রংপুর আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। আজকের ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হবে রংপুরের। অন্যদিকে শেষ চারে জায়গা করে নিতে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করছে চিটাগং।

টেবিলের শীর্ষে থাকা রংপুরের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। ৯ ম্যাচে ১০ পয়েন্টের মালিক চিটাগং আছে টেবিলের ৪ নম্বরে।