February 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 3rd, 2025, 4:35 pm

পরীমনির পোস্ট নিয়ে আবারও বিতর্ক

অমর একুশে বইমেলা-২০২৫ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। এবারের মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল যুক্ত হয়েছে। স্টলের পাশে বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এই বিতর্ককে আরও উসকে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশজুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও আলোচনা থামেনি। নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।

এই বিতর্কে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পরীমনি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও, নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’

পরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে। অনেকেই তাঁকে সাহসী বলে প্রশংসা করছেন। বিএইচ বাঁধন নামে একজন লিখেছেন, ‘সময়ের সাহসিনী মেয়ে।’ মো. শরিফ নামের একজন মন্তব্য করেছেন, ‘প্রতিবাদ চালিয়ে যাও পরী মণি, তুমি সাহসী ও অপ্রতিরোধ্য।’ অনেকেই পরী মণির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

তবে সমালোচনাও রয়েছে সমানতালে। কেউ কেউ মন্তব্য করেছেন, পরীমনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লিখেছেন, ‘পরী মণি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে।’ এমন মন্তব্যের জবাবে অন্য এক পক্ষ বলছেন, সাহসিকতার জন্য তাঁকে রাজনৈতিক রঙে না দেখাই ভালো।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পরীমনি এখনও তাঁর পোস্ট সরিয়ে নেননি কিংবা এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি। তবে নেটিজেনরা এখনও তাঁর পোস্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফলে বিতর্কের এই আগুন কতদিন জ্বলবে, তা সময়ই বলে দেবে।