কোম্পানীগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলায় পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার চরএলাহী ৭ নং ওয়ার্ডের চান্দু মার্কেট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পারুল ওই এলাকার আবুল কাশেম সেলিমের মেয়ে ও মোহাম্মদ নিজাম উদ্দিনের স্ত্রী।
পারুল তিন সন্তানের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুয়েক বছর ধরে স্বামী নিজাম উদ্দিনের পরোকীয়াকে কেন্দ্র করে পারুলের সাথে সম্পর্কের অবনতি ঘটে। যার জেরে স্বামীর বাড়ি ছেড়ে পারুল তার বাবার বাড়িতে থাকতেন। পারিবারিক ওই কলহের জেরে সোমবার রাতের কোনো একসময় রুমের ফ্যানের সাথে ফাঁস নেন পারুল। পরে সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!
সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত