February 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 15th, 2025, 12:49 pm

শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্যেদিয়ে বসন্তকে বরণ

মৌলভীবাজার, প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব (২০২৫)এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বসন্ত উৎসব উপলক্ষে মেলায় বিভিন্ন জাতের পিটার স্টল বসানো হয়েছে। এছাড়া বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন অতিথিদের সাথে নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এসময় অতিথিরা এই উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উৎসবে ঘুরতে আসা অতিথিরা বলেন, এত সুন্দর ব্যতিক্রমী বসন্ত উৎসব  অনুষ্ঠান  এর আগে আমরা কখনো দেখিনি। চারদিকে এত সুন্দর করে  ফুল দিয়ে সাজানো হয়েছে, এযেন মনে হচ্ছে ফুলের স্বর্গরাজ্য। শ্রীমঙ্গল উপজেলায় এই ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগগুলি খুবই প্রশংসনীয়।এই সময়ে প্রকৃতি যেমন সেজে ওঠে নানান রঙের ফুলে। ঠিক এসময় আমরাও রঙিন পোশাক পরে, ফুলের মালা গেঁথে, এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি ঐতিহ্যের ধারা নিয়ে আনন্দে মেতে ওঠি।
শ্রীমঙ্গল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ ইসলাম উ‌দ্দিন জানান, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব, তারু‌ণ্যের মেলায় বি‌শেষভা‌বে তরুণদের আমরা আহব্বান কর‌ছি এই বসন্ত বর‌ণে। অনুষ্ঠানটি আগামীকাল শুরু না করে সঙ্গত কারণেই আমরা আজ থেকে শুরু করেছি। দিনব্যাপী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আজ শুরু হলেও কালও দর্শনার্থীদের জন্য   চলমান থাকবে।