দুর্ঘটনা কবলিত গাড়ি:
স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ সব দুর্ঘটনায় প্রায় ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে ঘটা এসব দুর্ঘটনার কারণে দাউদকান্দি উপজেলা শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত প্রায় দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৪ জন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ বাস যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়।
এতে কুমিল্লাগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর নিকট একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার এবং লেগুনাসহ ৪টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭ জন যাত্রী আহত হন। অপরদিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা প্রাইভেটকারকে ধাক্কা দিলে উভয় দিকের যানবাহ চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত প্রায় দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সূত্র আরো জানায়, সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দল, দাউদকান্দি-ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ৩টি রেকার নিয়ে এসে দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে যানজট স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। বর্তমানে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ওসি মো. নুরুল আফসার বলেন, ‘ঘন কুয়াশায় কারণে তিন কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমাদের ৩টি রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসছে।
আরও পড়ুন
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কুমিল্লায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০
ওরিয়নের ওবায়দুল ও পরিবারের ৩১ ব্যাংক হিসাবের ২০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ