February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 18th, 2025, 1:23 pm

কেন ওড়েনি ভারতের পতাকা, যা বলল পাকিস্তান

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে ওড়ানো হয়নি ভারতের পতাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও আসতেই সমালোচনার ঝড় উড়েছে। পাকিস্তানের মাটিতে কেন ওড়েনি রোহিত শর্মাদের পতাকা, সেই ব্যাখা চেয়েছিল সংবাদ সংস্থা আইএএনএস। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটি দিয়েছেন স্পষ্ট জবাব, ‘ভারত পাকিস্তানে খেলতে আসছে না। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও গাদ্দাফি স্টেডিয়ামে তাই ভারতের পতাকা রাখা হয়নি।’

পিসিবির ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যেই দেশগুলো পাকিস্তানের মাটিতে খেলবে, তাদের পতাকা রাখা হয়েছে। ঠিক একই কারণে বাংলাদেশের পতাকাও এখনও লাহোরে টানানো হয়নি। দুবাইয়ে ম্যাচ খেলে পাকিস্তানে শান্ত ব্রিগেড পৌঁছালে, স্টেডিয়ামের ওপরে ওড়ানো হবে বাংলাদেশের পতাকা। ভারত হাইব্রিড মডেলে দুবাইতে খেলবে, তাই তাদের পতাকা পাকিস্তানের মাটিতে উড়বে না।

সোমবার করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দাবি করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাত দলের পতাকা স্টেডিয়ামের ওপরে উড়ছে। সেখানে ছিল না ভারতের পতাকা। এরপর সামনে আসে বাকি কয়েকটি স্টেডিয়ামের ভিডিও। লাহোর, করাচি সহ কয়েকটি স্টেডিয়ামে ছিল না ভারতের পতাকা।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর অনেকে প্রশ্ন তুলেছে, এটা কি নিয়মের পরিপন্থি কিনা। সাধারণত কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর পতাকা সেই মাঠে ওড়ানো হয়। তবে ভারতের পতাকা কেন ওঠায়নি, সেই বিষয়ে অনেকে মতও দিয়েছে। কারও মতে, ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যেতে চায়নি, তাই পতাকা না ওড়ানোর সিদ্ধান্তও ভালো। তবে এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ কথা বলেননি। ভারতের পক্ষ থেকেও দেখানো হয়নি প্রতিক্রিয়া। ভিডিওতে দাবি করা সেই স্টেডিয়ামগুলোর কর্তৃপক্ষও কারণ জানায়নি।

একদিন পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আট জাতির টুর্নামেন্টটি নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি ভারত, পাকিস্তান চেয়েছে সব দলকেই নিজের দেশে আনতে। তবে আইসিসিকে নিয়ে কয়েক দফা বৈঠক শেষে অবশেষে সমাধান হয় হাইব্রিড মডেলে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাই। এমনকি রোহিত শর্মার দল ফাইনালে উঠলে, আয়োজক পাকিস্তানের মাটিতে না হয়ে দুবাইয়ে বসবে শিরোপা ফয়সালার মঞ্চ।