March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 26th, 2025, 12:56 pm

দুষ্টু-মিষ্টি রসায়ন লজ্জাও করে না, তাই না?’

অনলাইন ডেস্ক:
গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী। অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন এই জুটি।

উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি। অনুরাগীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাদের।

গত সোমবার তাদের সেই অপেক্ষার অবসান হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে সাক্ষী থাকলেন তারকা এই দম্পতির খুনসুটির।

নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন আদৃত। যেখানে ধরা পড়ল তাদের দুষ্টু- মিষ্টি রসায়ন। কালো রঙা শার্ট পরে আছেন অভিনেতা। অন্যদিকে কৌশাম্বীর পরনে গোলাপি রঙা শাড়ি ও কালো স্প্যাগেটি ব্লাউজ।

ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে খুব বিরক্ত করে…।’ হ্যাশট্যাগে লেখা ‘বউ’। সেই পোস্টে আদৃতপত্নী মন্তব্য করেছেন, ‘লজ্জাও করে না, তাই না?’ এর উত্তরে আবার আদৃত লিখেছেন, ‘ম্যাডাম, আপনার কমেন্টটা আমি ইগনোর মারলাম! কিছু মনে করবেন না…।’

দীর্ঘ জল্পনার অবসান হয়ে গত ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল বিয়ের নানা মুহূর্তের ছবি। হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর।

বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে ছিল সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ, গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে বর আদৃত পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি।

বিয়ে- রিসেপশন দু’দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ‘মিঠাই’ ও ‘ফুলকি’ ধারাবাহিকের সদস্যরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ধ্রুব রূপে দেখা যাচ্ছে আদৃত রায়কে। শুরুর পর থেকেই সকলের মন জয় করেছেন তিনি। অন্যদিকে কৌশাম্বী কাজ করছেন ‘ফুলকি’ ধারাবাহিক সিরিয়ালে।