গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলে মুল বাসার, ওসি (অপারেশন) প্রশান্ত চন্দ্র তালুকদার, গ্রাম বিকাশ কেন্দ্র গঙ্গাচড়ার টেকনিক্যাল অফিসার জিয়াউর রহমান, জাগরণী চক্র ফাউন্ডেশন-মর্যাদা প্রকল্পের মাহফুজা খাতুন প্রমূখ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকারের উপস্থাপনায় ও জাগরণী চক্র ফাউন্ডেশন-মর্যাদা, গ্রাম বিকাশ কেন্দ্র, ইএসডিও, ব্র্যাক-আইডিপি এর সহযোগিতায় আলোচনা সভায় বিভিন্ন পেশার নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আরও পড়ুন
কুমিল্লায় নির্বাচনী অলিম্পিয়াড: গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ
রংপুরে ‘সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভা
তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি