স্টাফ রিপোর্টার :
অন্তর্বর্তীকালীন সরকারকে যেন আল্লাহ ভালো নির্বাচন দেয়ার তৌফিক দান করেন। নিজে মোনাজাত পরিচালনাকালিন সময়ে এমন কথা বলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকাস্থ মুরাদনগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মাহফিলে একথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে কায়কোবাদ বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সাথে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। এমনকি স্বৈরাচারী সরকার যখন আমার বিরুদ্ধে মামলা করেছে তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরি করে এমন অনেক শিক্ষক যাদের বাড়ি মুরাদনগর, তারাও আমার পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ। এছাড়াও ৫২ এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে তিনি এসব আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।
মো. ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ এর বার্ষিক ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রো-ভিসি, ইসলামী ও আরবী বিশ্ববিদ্যালয়, ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ দাউদ খান, অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা ইউসুফ হোসেন খান (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক)।
সঞ্চলনায় ছিলেন ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব।
আরও পড়ুন
৬৫ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নু, ফখরুলের উদ্বেগ
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ
ধর্ষণের বিরুদ্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ৫ দফা দাবি