গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উফশী আউশ প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুম উফশী আউশ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলামসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ২০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী কৃষক ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
আরও পড়ুন
বেরোবিতে ঈদের দিন উপাচার্যের আয়োজনে শিক্ষার্থীদের বিশেষ খাবার প্রদান
রংপুরের বিনোদন কেন্দ্রেগুলোতে উপচে পড়া ভিড়
দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার