গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উফশী আউশ প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুম উফশী আউশ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলামসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ২০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী কৃষক ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়