জয়পুরহাট প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে শহরের নতুনহাট এলাকায় জয়পুরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
এতে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শহর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মিজানুর রহমান, পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল