আক্কেলপুর (জয়পুরহাট), প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের পে আক্কেলপুরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুদিন ধরে জয়পুরহাটের কালাই, তেলাল ও আক্কেলপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে এবং সেই সাথে ওই উপজেলা সমূহের ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। আক্কেলপুরের ওমান প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিক ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সিআইপি) এর অর্থায়নে এই খাদ্য সামগ্রী ও অর্থ পৌছে দেয়া হয়।
সিআইপি আমিনুর ইসলাম বলেন, বিদেশে ব্যবসা করে যে অর্থ উপার্জন হয় তা থেকে কিছু অংশ এলাকার অসহায় মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করা উদ্দেশ্য। যেহেতু তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাই বিএনপির নেতাকর্মীদের সাথে এই আনন্দ ভাগাভাগি করা নৈতিক দায়িত্ব বলেও মনে করেন। ভবিষ্যতে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল