জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা রোভার স্কাউটস এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা রোভার স্কাউট এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আফরোজা আকতার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা রোভারের কমিশনার মাহবুব মোর্শেদুল আলম লেবু, সম্পাদক আজিজার রহমান, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক সালেহুর রহমান সজিব প্রমুখ।
সভায় রোভার স্কাউটস কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিম গঠন ও প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড