Saturday, April 5th, 2025, 12:22 pm

ভাঙ্গুড়ায় বোরো আবাদে অধিক লক্ষ্যমাত্রা – বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ, কৃষকের চোখে ইরি-বোরো ধানের সোনালী স্বপ্ন দোল খাচ্ছে। চলতি মৌসুমে ৭০৫০ হাজার ৬১৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে  ২৩৮ হেক্টর  বেশি। আবহাওয়া  অনুকূল থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধানের বাজার মূল্য ভালো থাকায় এবং সার ও কীটনাশকের দাম কম থাকায়  কৃষকরা এবার ধান চাষে অধিক আগ্রহী হয়ে ওঠেন ।

উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল কুদ্দুস ও মামুন জানান,এবার সেচ কার্যক্রমে চাঁদাবাজি না থাকায় তারা পুরো উদ্যোমে বোরো ধানের আবাদ করেছেন। এছাড়া আবহাওয়ার অনুকূলতা ও সার সরবরাহে অনিয়ম না থাকায় সংকট না থাকায় এবং সময় মতো সেচ সংকট নেই। এখন একটু বৃষ্টি হলে জমিতে রোগ বালাই কেটে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান জানান, প্রাকৃতিক  দুর্যোগ না হলে এবছর বোরোর বাম্পার ফলনের আশা রয়েছে। তিনি বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির ( জিও-২৮০) অধীন উপজেলাযর ১০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ প্রদান করে । এছাড়া আধুনিক পদ্ধতির প্রতি কৃষকদের উদ্বুদ্ধ করতে উফসী জাতের বোরো ধান চাষাবাদের জন্য উপজেলায় প্রান্তিক চাষীদের প্রণোদনা দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, এবছর কৃষকরা কোনো প্রকার হয়রানি ছাড়াই সার ও কৃষি প্রণোদনা পাওয়ায় তারা স্বতস্ফূর্ত ভাবে বোরো ধানের আবাদ করেছেন। এতে করে তাদের উৎপাদন খরচ যেমন কম হচ্ছে তেমনি ফলনও বাম্পার হবে বলে আশা করা হচ্ছে ।।