July 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 23rd, 2025, 10:37 am

কুয়েটে চলমান সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে

খুলনার, প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল সমস্যার সমাধানআলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরেরপরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। খুলনা প্রকৌশল ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ)কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উক্ত আশাবাদ ব্যাক্ত করেন। সংবাদসম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ)দপ্তরের উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণএবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) বলেন“ছাত্রদের সাথে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সকল সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় সেলক্ষ্যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে। ছাত্ররা আমাদের সন্তানেরমত। তারা কোন অন্যায় বা ভুল করতে পারে। এমনকি আমরাও ভুলের উর্ধ্বে নই।শিক্ষক হিসেবে আমাদের অগ্রাধিকার সব সময় শিক্ষার্থী। তাদেরকে নিয়ে আমাদেরসামনে এগিয়ে যেতে হবে। প্রতিটা ছাত্রের যাতে কোন সমস্যা না হয় লক্ষ্যেকাজ করার জন্য আমি বদ্ধ পরিকর। আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই-ছাত্রদেরকোন বিষয়ে কোন সমস্যা হলে তার সমাধান করা আমার অন্যতম ও প্রধান দায়িত্ব।তিনি আরো বলেন “৩৭ (সাঁইত্রিশ) জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। উক্ত বহিস্কার কিন্তু চূড়ান্ত বহিস্কার নয়। এখানে ছাত্র শৃঙ্খলা কমিটি বসবে। যে সকল ছাত্রদের সাময়িক বহিস্কার করা হয়েছে তাদেরকে আত্মপক্ষসমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোন প্রকার শাস্তির মুখোমুখিনা হয় সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।”