July 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 23rd, 2025, 10:53 am

পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, শর্টগান,বিপুল পরিমাণ ইয়াবা ও গুলিসহ চার জন গ্রেফতার

পাবনা  প্রতিনিধি: পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক  অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ১টি শর্টগান, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড কার্তুষ ৪,০৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০(আশি) গ্রাম হেরোইন সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ সুপার মো: মোরতোজা আলী খান।
তিনি সাংবাদিকদের জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের গতরাতে  পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহিদ হাসান রানাকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা এবং হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে।
 আটককৃতরা হলেন, সাজ্জাদ হোসেন (২৬) এবং মো. আব্দুল রানা (৪৯)। অভিযানে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, ২২ বোরের৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া দুপুরে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামে আরেকটি অভিযানে মো. রাসেল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা একটি তুরস্কের তৈরি ১২ বোর শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল ও ডিবি অফিসার ইনচার্জ মো. হাসান বাসির নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।