নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। কিন্তু যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের