নিজস্ব প্রতিবেদক-
কুমিল্লার মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে ৯ মে শুক্রবার মধ্যরাতে মাতাল সেজে হামলা করেছে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান।
সরেজমিনে জানাযায়, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান। ৯ মে শুক্রবার মধ্য রাতে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে মোটরসাইকেলযোগে যায় এবং বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাগিনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
উপস্থিত লোকজন বাধা দিলে ক্ষনিকের মাঝেই মাতাল সেজে অসংলগ্ন কথা বার্তা বলা শুরু করে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার নেতাকর্মীদের গালমন্দ ও গুলি করে হত্যার হুমকিও দেয় সে।
এ বাড়িতে কে পাঠিয়েছে? জানতে চাইলে নাজমুল হাসান ‘মুর্শেদ নামের এক ব্যাক্তির নাম উল্লেখ্য করে বলেন- আমি কালা মুর্শিদ বাহিনীর লোক। এ বাড়িতে থাকতে হইলে আমারে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে।
উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ এসে তাকে আটক করতে গেলে সে পুলিশের সাথে জোরজবরদস্তি করে। পরবর্তীতে মুরাদনগরের ওসি আরো পুলিশ নিয়ে নিজেই এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব দেখিয়ে বিএনপি জামায়াত ও নিরীহ মানুষদের নির্যাতন করত নাজমুল। শুধু তাই নয় চাঁদাবাজি এবং মাদক ব্যবসা ছিল তার পেশা। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি,ধর্ষনসহ ১১ টি মামলা রয়েছে।
সাবেক এমপির বাড়িতে হামলায় আতন্কিত মুরাদনগরের সাধারণ মানুষ। তারা বলছেন- একজন জাতীয় নেতার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
স্থানীয় বাসিন্দা নায়েব আলী বলেন- কায়কোবাদ সাহেব সাবেক ৫ বারের এমপি ও জাতীয় নেতা। ওনার বাড়িতে মধ্য রাতে আওয়ামী লীগ নেতা হামলা করে। এতেই স্পষ্ট মুরাদনগরের আইনশৃংখলার কত অবনতি হয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা মুজিবুল হক বলেন- কায়কোবাদ দাদার বাড়ি মুরাদনগর সদরে। থানা থেকে বাড়ির দুরত্ব খুব বেশি না। অথচ পুলিশের নাকের ডগায় কায়কোবাদের বাড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসীর হামলা হয়। মুরাদনগরের সাধারণ মানুষ কতটা অনিরাপদ এ ঘটনাই বড় প্রমান।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন- নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সে মামলায় চালান করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রাতের ঘটনায় মামলা হলে জানাবো।
আরও পড়ুন
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!
সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত