রংপুর ব্যুরো: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ শেখ হাসিনা সহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার দুপুের পর রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় মিছিল, করেছে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। এতে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী, গন-অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা অংশ নেয়। এর আগে রংপুর জিলা স্কুল থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জেন কার্যালয়ের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল মুনঈম রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী কে এম আনোয়ারুল হক কাজল, আমিরুজ্জামান পিয়াল সেক্রেটারী ইসলামী আন্দোলন, রংপুর মহানগর যুবদল মহানগর এর সিনিয়র যুগ্ন অহবায়ক জহির আলম নয়ন, সাদিয়া ফারজানা দিনা যুগ্ন মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি, আনিসুর রহমান সেক্রেটারী ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্ময়ক ইমরান আহাম্মেদ, সংগঠনের নেতা নাহিদ হাসান খন্দকার, গন-অধিকার পরিষদের হানিফ খান সজিব জাতীয় নাগরিক পার্টির সংগঠক শেখ রেজওয়ান, রংপুর মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবুল হক সুমন জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলমগীর নয়ন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী লীগ ক্ষমতার চিরস্থায় ভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম খুন করেছে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগষ্ট আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোন ভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবেনা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
আরও পড়ুন
শেরপুরের সীমান্তে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মানবন্ধন
বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামী হলেন বিএনপি নেতা: স্বাক্ষী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক