May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 14th, 2025, 4:12 pm

উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে । গতকাল  বুধবার সকালে  উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুম কাউনিয়া গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ’’ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার, মো: মহিদুল হক, সভাপতিত্ব করেন বড়–য়াহাট গ্রাম বিকাশ কেন্দ্রের  শাখা ব্যবস্থাপক মো: আসলাম, স্বাগত বক্তব্য রাখেন   প্রোগ্রাম অফিসার    মো: আসুদুজ্জামান।

প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, ওরিয়েন্টেশনে সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সমাজসেবা দপ্তরের আওতায় স্ব স্ব দপ্তরের সরকারি বিদ্যমান সেবা সমূহ নিয়ে সেশন পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সামসুজ্জামান আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেজবাহুর রহমান ও সাঁট-মদাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর মো: মোশারফ হোসেন । এ সময়ে উপস্থিত ছিলেন এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলীহুড), মো: আব্দুল কাইয়ুম ও মো: জহুরুল ইসলাম প্রমুখ।

প্রসপারিটি প্রকল্পের মুল লক্ষ্য হচ্ছে অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন। এ অর্থনৈতিক উন্নয়নের নিমিত্তে প্রয়োজনীয় সরাকারি- বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত কাঠামো জোরদার করার লক্ষ্যে  ওরিয়েন্টেশন বাস্তবায়নের মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সরকারী সেবা ও সুযোগ এবং এ সকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও পিআইও এর দপ্তরের মাধ্যমে অবহিত হওয়া ও এর সাথে লিংকেজ তৈরীর মাধ্যমে বিভিন্ন কারিগরি সেবা প্রাপ্তি, ভাতা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা ও সুযোগে অতিদরিদ্র সদস্যদেরকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।