জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও পশুর চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে এক সভা জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আজ বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আরিফ হোসেন, জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আযহা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য প্রশাসনসহ সকলকে সর্তক থাকার জন্য সিদ্ধান্ত হয়। জেলার ৩১টি স্থানে ঈদুল আযহার পশুর হাটে পশু পরীক্ষা করার জন্য পশু কিনিক, জাল টাকা সনাক্তকরণে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন, পশু ক্রয়ের হাসিল বেশী না নেওয়াসহ প্রতিটি হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার ৩৮টি স্থানে পবিত্র ঈদের জামায়াত সুষ্টুভাবে পালনের সিদ্ধান্ত হয়। পবিত্র ঈদে পশুর চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাত করে তা সংরক্ষন করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার