মাসুদ রানা,বরিশাল প্রতিনিধি : বরিশাল এয়ারপোর্ট থানার টহল পুলিশের হাতে মাদকের চালানসহ একজন আটক হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টায় বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম নয়ন তালুকদার (১৯) পিতা- মিলন তালুকদার । তিনি বাঘেরহাট মোড়ল গঞ্জ থানার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিচারধীন আছে ।এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন জানান, তার থানার এসআই তারিকুজ্জমান এবং এএসআই আজমল উদ্দিন ঠাকুর ফোর্স সহ টহল ডিউটি করছিলো। সে সময় ধৃত আসামিকে তল্লাশী করলে তার সাথে থাকা নীল রংয়ের ড্রামে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য ৬ লাখ টাকা। এই মাদক উদ্ধার ঘটনায় এসআই তারিকুজ্জামান বাদী হয়ে মাদক আইনে মামলা দাখিল করেছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার আদালতে হাজির করা হয়।
বরিশাল এয়ারপোর্ট থানা টহল পুলিশের হাতে মাদকের চালান আটক

আরও পড়ুন
ডামুড্যায় ভূমি অফিসে টাকা ছাড়া মিলছেনা নামজারী, অভিযোগ উঠেছে সহকারী ভূমি অফিসার ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
জাগানো চরে নাব্যতা হারাচ্ছে মনু নদী
পার্বত্য অঞ্চলে মানবতার অগ্রদূত হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ