July 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 4:09 pm

সাপাহার ম্যাংগো ফেস্টিভ্যাল দর্শনার্থীদের নজর কেড়েছে” মা ও মাটি এগ্রো ফার্মে”র স্টল

আমের বানিজ্যিক রাজধানী হিসেবে দেশ বিদেশে পরিচিত উত্তরাঞ্চলের নওগাঁ জেলার সাপাহারে প্রথম বারের মতো দুই দিনব্যাপী গত শনিবার ম্যাংগো ফেস্টিভ্যাল বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো। মেলায় নওগাঁ জেলায় উৎপাদিত দেশী বিদেশী সকল প্রকার আমের পসরা সাজিয়ে আগত দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রায় শতাধিক স্টল স্থাপন করা  হয়। একই ভাবে আম দিয়ে তৈরী বাহারি রকমে আচার ও আমের তৈরী বিভিন্ন খাদ্য  সামগ্রী নিয়ে এসেছিলেন বেশ কয়েকটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। আবার নিজের বাগানে উৎপাদিত আম বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব ঘোচাতে বিশেষ ভাবে কাজ করে চলেছে বেশ কিছু এগ্রো ফার্ম ও উদ্যোক্তা প্রতিষ্ঠান তারাও এই মেলায অংশ নিয়ে মেলাকে বেশ সমৃদ্ধ করেছে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাংগো ফেস্টিভ্যালে  “মা ও মাটি এগ্রো ফার্ম”নামের একটি বৃহত বহুমুখী প্রতিষ্ঠানের স্টল মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছিল। উপজেলার বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে গত ২০২০ সালে সাপাহার উপজেলার মধুইল বাজার ও পোরশা উপজেলার চকগোপাল এলাকায় প্রায় ৩০০ বিঘা জমির উপর “মা ও মাটি এগ্রো ফার্ম” নামক একটি বিশাল বহুমুখী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উক্ত ফার্মের বাগানে দেশী বিদেশী বিভিন্ন ফলের সাথে  বারি-ফোর গৌরমতী, কাটিমন

জাতের আম সহ সারা বিশ্বের মানুষের নিকট বিশেষ ভাবে পরিচিত সুমিষ্ট আম্রপালী আম উৎপাদন করে বেশ সাঁড়া ফেলেছে। বর্তমানে “মা ও মাটি এগ্রো ফার্মে” প্রতিদিন ৬০/৭০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। দুই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে মা ও মাটি এগ্রো ফার্ম বেশ অবদান রাখছে।

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি