সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের ইমানী দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আজ (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে গত বছর ছাত্র গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত আশ্রমপাড়া নিবাসী সেলিম শেখ এর প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ।
এর আগে তিনিসহ বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা সেলিম শেখ এর পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে ধুরাইল বাজার থেকে কালব্যাজ ধারণ করে কালো পতাকা নিয়ে শোক মিছিল সহকারে কাউলরা কবরস্থানে শহীদ সেলিম শেখের কবরে পুস্পস্তবক অর্পণ করে শহীদের আত্মার মাগফেরাত কামনা কিরে মুনাজাত করেন ।
এমরান সালেহ প্রিন্স শহীদ সেলিমের বাড়িতে যান এবং তার পিতা-মাতা ও ভাইয়ের সাথে সাক্ষাত করে তাদের সান্তনা দেন। তিনি সেলিম শেখের বাড়িতে কয়েকটি গাছের চারা রোপন করেন।
শোক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে খুনি হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে পরে নাই। তীব্র গণ বিক্ষোভের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হতে হয় ।হাজার হাজার ছাত্র জনতার আত্ম ত্যাগ ও রক্তের বিনিময়ে জনগণের বুকে অবৈধভাবে চেপে বসা জগদল পাথর অপসারিত হয়। তারেক রহমান এবং বিএনপি
গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র গণ অভ্যুত্থানের ঐক্যকে অটুট রেখে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে।
তিনি আরো বলেন দুঃখজনক হলেও সত্য যে, গণঅভ্যুত্থানের শক্তি সমূহে বিভক্তি ও অনৈক্য শহিদদের আত্মা কষ্ট পাচ্ছে। জনগণ ছাড়াই ক্ষমতায় যাবার উদগ্র বাসনা কতিপয় দলকে অন্ধ করে দিয়েছে। তারা লজ্জা শরমের মাথা খেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে তারা লাগামহীন অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এদের ক্ষমতা লোভ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে।
বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে সকল শহীদকে বীরের মর্যাদা দেবে, তাদের এলাকার সংস্লিস্ট রাস্তা বা প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে। আহতদের যথাযথ পুণর্বাসন ও সূচিকিৎসা প্রদান করা হবে ।
হালুয়াঘাট উপজেলা ছাএদলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম আর আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় শহীদ সেলিম শেখ এর পিতা কলিম উদ্দিন শেখ, মাতা সখিনা খাতুন, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, অধ্যক্ষ এখলাস উদ্দিন, প্রভাষক মাসুম বিল্লাহ, সারওয়ার জাহান, মোস্তফা কামাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, ধারা ইউনিয়ন ছাত্র দল নেতা মোবাশ্বিরুল ইসলাম, ধুরাইল ইউনিয়ন ছাত্র দল নেতা শাহরিয়ার হোসেন বক্তব্য রাখেন।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
চা বাগানের ১১ শিক্ষার্থীর পাশে দাড়ালো সিলেট মহানগর জামায়াত
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত