July 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 4:39 pm

জয়পুরহাটে শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের জিরো পয়েন্টে জেলা পরিষদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জাসাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন—জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটুক্তির মাধ্যমে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন করার অপচেষ্টা চলছে। তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।