July 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 4:50 pm

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২০ জুলাই রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ঈগল নার্সারির মালিক বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়ী আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি ট্রাকটির চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড সংলগ্ন মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে আশিক আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।