অনলাইন ডেক্স :
চীনে এক রাতে ঘন্টার ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন এর অধিক।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার (২১ মে) রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ছয় দশমিক চার মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে আবারো ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।
আরও পড়ুন
ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ১৪ জনের মৃত্যু
বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে
‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি