August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 5:05 pm

কুলাউড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপি-জামায়াতের পৃথক বিশাল মিছিল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় জুলাই ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র্যালী ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া, মঈনুল হক বকুল, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

অন্যদিকে বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরবাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও নায়েবে আমির মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক মো. হামিদ খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ। পৃথকভাবে অনুষ্ঠিত বিএনপি ও জামায়াতের এই কর্মসূচিতে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।