নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি আমাদের কাছে ব্যালটের যুদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা যেমন সালাত আদায় করি, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজকেও দায়িত্বশীল, কর্মী ও সহযোগীদের একইভাবে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে, বোনদের কাছে পৌঁছাতে হবে। এটি মৌলিক দায়িত্ব। ‘বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে’- এই স্লোগান নিয়ে বের হতে হবে।
তিনি আরও বলেন, প্রথমবার যার কাছে পৌঁছানো যায়, স্বাভাবিকভাবেই তার মনে আপনার জন্য এক ধরনের দুর্বলতা তৈরি হয়। আমরা সেই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা সবার আগে সবার কাছে পৌঁছাতে চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন, কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়া উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মো. হাসনাইন, মোহাম্মদ রাসেল।
আরও পড়ুন
জিএম কাদেরকে বাদ দিয়েই জাপার কাউন্সিলের ডাক আনিসুলের
নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে: শামীম
১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষকে চাকরি দেব: আমীর খসরু