রাজধানী উত্তরার দক্ষিণখানে এক রাতেই তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মার্কেটের দায়িত্বপ্রাপ্ত দুই নিরাপত্তাকর্মীর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার জয়নাল টাওয়ারে এই চুরির ঘটনা ঘটে।
দক্ষিণখান থানা পুলিশের ধারণা, মার্কেটের সামনে ও পেছনে দুটি প্রবেশ গেট রয়েছে। চোর চক্রটি পেছনের গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়েই পালিয়ে যায়। স্বর্ণালংকার চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে বিসমিল্লাহ্ জুয়েলার্স, শিহাব জুয়েলার্স ও শফিক জুয়েলার্স। দোকান তিনটি মার্কেটের নিচতলায় পাশাপাশি অবস্থিত।
শফিক জুয়েলার্সের মালিক মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ‘রাত ১০টার পর আমরা দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকাল সাড়ে ৭টার দিকে মার্কেটের সেক্রেটারি ফোন দিয়ে বলেন, আপনারা তাড়াতাড়ি দোকানে আসেন। আপনাদের দোকানে চুরি হয়েছে। আমরা আইসা দেখি, আমাদের দোকানের লকার সব ভাঙা, কোনো মালামাল নাই।’
ওমর ফারুক আরও জানান, শাটারের তালা কেটে চোর চক্র ৯০-৯৯ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রুপা ও ৫৭ হাজার টাকা নিয়ে গেছে।
এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, ‘পাশাপাশি তিনটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। ১ আগস্ট কামাল নামের এক সিকিউরিটি গার্ড মার্কেটের নিরাপত্তার জন্য যোগদান করেছিলেন। তিনিই রাতে মার্কেটে ডিউটিতে ছিলেন। দিনে দীন ইসলাম ডিউটি করার পর রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তাকে খাবারের সঙ্গে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল। তারপর কামাল ও তার সহযোগীরা পরপর তিনটি স্বর্ণের দোকানে চুরি করেছে। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান,‘কামাল একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমেই নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেছিলেন। তার নাম, ঠিকানা ও আইডি কার্ডও ভুয়া। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের
জিএম কাদেরকে বাদ দিয়েই জাপার কাউন্সিলের ডাক আনিসুলের
মার্কিন শুল্কের ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প, বিকল্প বাংলাদেশ