August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 5:49 pm

৭১ এর মহান মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনায় বক্তারা, জাতির স্বার্থে রাজনৈতিক দল গুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি এই প্রশ্নে সম্মত হয়েছে

“৭১ এর মহান মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া” শীর্ষক এক আলোচনা সভা শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যৌথ আয়োজনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের পর গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছিল আমাদের অন্যতম লক্ষ্য। কিন্তু বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে। বর্তমানে গণতন্ত্র একটি সংকটময় অবস্থায় রয়েছে। আমরা বিশ্বাস করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই পারে সংকটের উত্তরণ ঘটাতে।

সভায় বক্তারা বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাতি আশা করেছিল গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখনও বিভিন্ন মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা আরও বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে, যেন একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়।

বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী ও মাফিয়া’ শাসনের অভিযোগ এনে বলেন, হাসিনার আমলের মতো আর কোন ডামি নির্বাচন দেশে হবে না। দেশের জনগণ এমন নির্বাচন আর মেনে নেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, ছাত্রদল নির্বাচনকে স্বাগত জানালেও কিছু অশুভ শক্তি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে ছাত্ররাজনীতিকে কলুষিত করছে।

তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদলের হলে কমিটি দিতে না পারার জন্য চাপের মুখে রয়েছে, কারণ ছাত্রদলের জনপ্রিয়তা ও ভোটব্যাংক বাড়ছে।

সভা থেকে বিএনপির পক্ষ থেকে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলকে একযোগে অংশগ্রহণ করতে হবে। বিএনপি একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে সকলের সঙ্গে ঐক্যমত গঠনে প্রস্তুত।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো