Sunday, August 10th, 2025, 6:14 pm

গঙ্গাচড়া ইউনিয়নের ১ ও ৫ নং ওয়ার্ডের দায়িত্ব পেলেন সংরক্ষিত সদস্য ফরিদা ও লাইফি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফরিদা বেগমকে ১ নং ওয়ার্ডে ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য লাইফি বেগমকে ৫ নং ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব পেলেন। রংপুর জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ এর (৩) উপ-ধারা (১) এর অধীনে ৪ আগস্ট অফিস আদেশে তাদের ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকার পতনের পর ১ নং ওয়ার্ড সদস্য ও গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক এবং ৫ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভির বিরুদ্ধে মামলা হয়। মামলায় গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে থাকেন। আত্মগোপনের এক পর্যায় আব্দুল মতিন অভিকে গ্রেফতার করে। আব্দুল মতিন অভি এখন জেলে আছেন এবং আব্দুল খালেক আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদে ২০২৪ সালের ৫ আগস্ট হতে তারা অনুপস্থিত রয়েছে। অনুপস্থিতির কারণে ১ও ৫ নং ওয়ার্ডের কার্যক্রম দীর্ঘদিন থেকে ব্যহত হচ্ছে। জনগণ নানাবিধ সেবা হতে বঞ্চিত হচ্ছে মর্মে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ওই দুই ওয়ার্ডে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংরক্ষিত সদস্য ফরিদা বেগম ও লাইফি বেগমের নাম প্রস্তাব করে এ সালের জুলাইয়ের ৩ তারিখ রংপুর জেলা প্রশাসকের কাছে পত্র দেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবকৃত পত্রের আলোকে ১ ও ৫ নং ওয়ার্ডে তাদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

 

 

আব্দুল বারী স্বপন