সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, নগদ ২০ লাখ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা।
জানা যায়, উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে সালাউদ্দিন আলমগীর বলেন, “তোমরা এসএসসিতে ভালো ফলাফল করেছো। আগামী দুই বছর মনোযোগী হয়ে পড়াশোনা করলে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, “লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর শুধু সখীপুর নয়, সারা বাংলাদেশের গর্ব। তাঁর এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।”
মামুন হায়দার
সখীপুর সংবাদদাতা, টাঙ্গাইল
আরও পড়ুন
মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে প্রশাসনের আয়োজনে দেশের প্রবীণতম ব্যক্তির জন্মদিন পালন