August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 5:00 pm

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক

রংপুর ব্যুরো:

রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নগরীর সাগর পাড়াস্থ চিকলি শিশু পার্কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার  সকালে পার্কটির  ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম এনডিসি বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই শিশু পার্কটি রংপুর নগরীর শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও আনন্দময় বিনোদনকেন্দ্র হবে।” তিনি আরও বলেন, “আমরা নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোসুমি আফরিদা, প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার খায়রুল কবীর রানা প্রমুখ।

রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে চিকলি শিশু পার্কের শিশুদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড স্থাপন করা হবে। পার্কটি নগরবাসীর বিনোদন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা ।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ