August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 5:02 pm

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শাহজাদপুর প্রেসক্লাবের মানববন্ধন

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ  রিপোর্টার সাংবাদিক আছাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট ২০২৫  সোমবার সকাল দশটায়  শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে  শাহজাদপুরে কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় গণমাধ্যমকর্মীরা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকারের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান ।বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি  এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি শ্রী বিমল কুমার কুন্ডু, যুগ্ন সাধারণ  সম্পাদক মো : আমিনুল হক প্রমুখ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র  সহ-সভাপতি  মোঃ রাসেল সরকার।

 

এম.  রওশন আলম

শাহজাদপুর  সিরাজগঞ্জ প্রতিনিধি