মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সখিপুর উপজেলা মিলনায়তনে সম্বর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ২০৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি। এ সময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
সখিপুর উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয় বলে জানান আয়োজকরা।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা