Sunday, August 24th, 2025, 7:26 pm

বালুর ট্রাকের বালুর মধ্য হতে ২০ কেজি গাঁজা সহ দুই ব্যক্তি গ্রেফতার করল রংপুর হাইওয়ে পুলিশ

রংপুর ব্যুরো :

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানা শনিবার  বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক সহ দুইজন মাদক চোরাকারবাড়ি কে গ্রেফতার করে। হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হাতীবান্ধা এলাকায় মাদকসহ একটি ট্রাক আসছে। এর পরিপেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে হাতীবান্ধা থানার একটি চৌকস দল মাদক উদ্ধারে তৎপর হয়। বেশ কিছু ট্রাক তল্লাশির পর  আনুমানিক বিকাল ৪ ঘটিকার দিকে বালুবাহী ঢাকা মেট্রো ট ১২-৪২ ৩৩, ট্রাকটিকে  পুলিশ সিগন্যাল দেওয়ার পর চালক এবং চালকের সঙ্গে থাকা ব্যক্তির কথা অসংলগ্ন মনে হয়। তখন হাইওয়ে  পুলিশ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ট্রাকে  তল্লাশি চালায়।পুলিশ দল ট্রাকের উপরে উঠে বালুর মধ্যে রড দিয়ে গুতা দিলে বালুর মধ্যে গাজার বস্তা খুঁজে পায়। অতঃপর ট্রাকের বালু অপসারণ করে চারটি মাঝারি সাইজের বস্তার মধ্যে থেকে আনুমানিক ২০ কেজি গাজা উদ্ধার করে ।  গাজার চারটি বস্তা ট্রাকের বালুর মধ্যে লুকানো ছিল। পুলিশ দল বালু আনলোড করে গাজার বস্তা গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক  পাচারকারী ব্যক্তিদের নাম মাহিন মোহাম্মদ, পিতা সুরুজ  বগুড়া সদর, বগুড়া; এবং মোহাম্মদ শোয়াইব হোসেন, থানা বগুড়া সদর, বগুড়া। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদ পেয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম হাতীবান্ধা হাইওয়ে থানায় যান। এ সময় ট্রাক  সহ মাদক কারবারীদের থানা প্রাঙ্গনে নিয়ে আসলে স্থানীয় বেশ  কিছু লোক সমবেত  হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  থানা প্রাঙ্গনে উপস্থিত স্থানীয় জনসাধারণকে মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন। মাদক উদ্ধারে হাইওয়ে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে তিনি জানান।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ