September 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 10th, 2025, 6:09 pm

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

 

দুই দিনের মাথায় রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় ফের গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন। তারা ‘ছিনতাইকারী’ ছিলেন বলে দাবি পুলিশের।

আজ বুধবার ভোরের দিকে ঘটনা দুটি ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।

‎নিহতরা হলেন- হানিফ ও সবুজ। এছাড়া শরীফ ও জুয়েল নামে আরও দুজন চিকিৎসাধীন আছে।

‎পুলিশ বলছে, গণপিটুনিতে নিহত দুজন সক্রিয় ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা আছে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছে। তারা পুলিশ হেফজাতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরাও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করে যায়। এরপর ভোর ৪টায় দ্বিতীয় দফায় আবারও ছিনতাই করতে এলে স্থানীয়রা ঘেরাও করে চার ছিনতাইকারীকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, গণপিটুনিতে আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান জনি ওরফে রক্তচোষা জনির ঘনিষ্ঠ বন্ধু। এরা এ এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করে। ছিনতাইকারীদের প্রতিনিয়ত এমন অত্যচারে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেয় জনতা। এ সময় গুরুতর আহত একজনের মৃত্যু হয়।

এনএনবাংলা/