Friday, September 12th, 2025, 4:21 pm

রংপুরে মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় মঞ্জুরুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান। তিনি জানান, মঞ্জুরুলকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে নগরীর দর্শনা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলাম অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি। তিনি নগরীর তাজহাট থানাধীন দুর্গাপুর এলাকার মোবারক আলীর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।