সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : সারাদেশে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বৈরিতা থাকলেও পীরগঞ্জে সমঝোতায় চলছে এই দুই দলের কতিপয় নেতাকর্মী। তারা মিলেমিশে নদীর বালু লুট করতে সমঝোতা স্মারকে (অঙ্গীকারনামা) স্বাক্ষর করেছেন। দল দুটিতে যেন কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য নেতৃবৃন্দের কাছে অঙ্গীকারনামাটির কপি সরবরাহ করা হয়েছে। ওই সমঝোতায় সমন্বয়কারী/উপদেষ্টা হিসেবে আছেন বাদশা মিয়া (মুহরী)! গত ১১ আগষ্ট, সোমবার রাত ১০ টায় ওই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন করতোয়া নদীর জয়ন্তীপুর ঘাটে ব্রীজের রাস্তায় বালুর প্রয়োজন। ওই বালু ভরাটের জন্য পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের জয়ন্তীপুর ও তরফমৌজার স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সমঝোতা করে। তারাই ব্রীজটির পূর্বে ৮ ড্রেজার সাইজের বালু উত্তোলন মেশিন বসিয়েছে। সরকারের বালু মহাল ঘোষণা না থাকলেও নদীর চর এবং তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। যা বালু লুটের মধ্যে পড়ে বলে ইউনিয়ন ভূমি অফিসের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান।
ওই সমঝোতা স্মারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মো: আবু তাহের, মো: সুলতান মাহমুদ ও মো: আবু হাসান এবং বিএনপির পক্ষে মো: গোলাম রব্বানী, মো: ফজলুল করিম ও মো: আবু হানিফ মিয়া স্বাক্ষর করেছেন। উক্ত সিদ্ধান্তে যাতে ভবিষ্যতে কোন ভিন্ন মত তৈরি না হয়, তাও আলোচনান্তে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে দল দুটির দায়িত্বশীল কেউই মুখ খুলছেন না।
আরও পড়ুন
বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে মানবিক দিক বিবেচনায় ইলিশ পাঠানো হয়েছে। কারো কোন চাপে নয় : কুড়িগ্রামে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার