September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:58 pm

টাঙ্গাইলের দেলদুয়ারের প্রাণের দাবি: একটি স্বতন্ত্র সংসদীয় আসন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার অন্যতম প্রশাসনিক ও জনবহুল উপজেলা দেলদুয়ার। প্রায় ২.২ লক্ষাধিক জনসংখ্যা ও বিস্তৃত ভৌগলিক কাঠামো নিয়ে উপজেলা হিসেবে পূর্ণতা পেলেও, এখনো এটি একটি আলাদা সংসদীয় আসন পায়নি। বর্তমানে এটি Tangail-6 আসনের অংশ হিসেবে নাগরপুর উপজেলার সঙ্গে যুক্ত রয়েছে। এ ব্যবস্থায় স্থানীয় উন্নয়ন ও প্রতিনিধিত্বে চরম বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, দেলদুয়ার উপজেলার জনসংখ্যা ২,১৮,৭৪৫ জন এবং আয়তন ১৮৪.৫৪ বর্গ কিলোমিটার। এখানে রয়েছে ৮টি ইউনিয়ন ও অসংখ্য গ্রাম, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র। জনসংখ্যা ও ভোটার সংখ্যার দিক থেকে এটি একটি পূর্ণাঙ্গ সংসদীয় আসনের সব যোগ্যতা রাখে।

এ দাবিকে কেন্দ্র করে দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফেরদৌস আহমেদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

তিনি জানান:

“দেলদুয়ারকে আলাদা সংসদীয় আসন করার দাবি নিয়ে আমি বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত আবেদন করি। কমিশন থেকে আমাকে ডাকা হয় এবং আমি আমাদের দেলদুয়ারবাসীর পক্ষে প্রয়োজনীয় যুক্তি তুলে ধরি। কিন্তু দুঃখজনকভাবে, এর পর আর কোনো প্রতিক্রিয়া বা অগ্রগতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাইনি।”

তিনি আরও বলেন, একটি আলাদা আসন পেলে স্থানীয় জনগণের ভোটের অধিকার সঠিকভাবে প্রতিফলিত হবে এবং দেলদুয়ারের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদাগুলো সঠিকভাবে সংসদে উপস্থাপন করা সম্ভব হবে।

বর্তমানে নির্বাচন কমিশন দেশের ৬১টি আসনের সীমানা পুনর্বিন্যাসের (delimitation) উদ্যোগ নিচ্ছে। এই প্রক্রিয়ায় দেলদুয়ারের মতো বড় ও ঘনবসতিপূর্ণ উপজেলা যদি উপেক্ষিত হয়, তাহলে তা হবে স্থানীয় জনগণের প্রতি অবিচার। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা, প্রশাসনিক কাঠামো, ভোটার সংখ্যা ও ভৌগলিক বিচ্ছিন্নতা — সবকিছু বিবেচনায় দেলদুয়ার একটি আলাদা আসনের জন্য উপযুক্ত ও ন্যায্য দাবিদার।

অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার বিস্তার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিকাশে একটি স্থানীয় সংসদ সদস্যের তদারকি অত্যন্ত জরুরি। কিন্তু বৃহৎ আসনে দুই উপজেলা থাকার কারণে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে।

“দেলদুয়ার আলাদা আসন” এখন আর শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সময়োপযোগী দাবি। এই উপজেলাবাসীর আশা, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের কণ্ঠস্বর শোনার সাহস দেখাবে এবং দেলদুয়ারের প্রাণের দাবি বাস্তবে রূপ পাবে।