September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:59 pm

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার,  পরিবারের সন্দেহ হত্যা

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

নিজ বাড়ীর সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন পীর কাশিমপুর গ্রামের উত্তর পাড়া শিক্ষক আনোয়ার হোসেন ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৪৩) লাস উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী সোমাইয়া আক্তার ও নিহত মিনহাজের বড় ভাই মঈন আহমেদ বলেন, নিহত মিনহাজ উদ্দিন

এমএ পাশ। তার আমেরিকার যাবার জন্য কাগজপত্র তৈরি হয়ে এসেছে। আমেরিকার যাওয়ার প্রস্তুতি চলছিল।  এরমধ্যেই মিনহাজ উদ্দিন কপালে একটু আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে কাঁটাতার বেড়া রয়েছে। হয়তো ওই বেড়ায় আঘাত লেগে কপাল কেটে থাকতে পারে। গত সোমবার বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে পারিবারের সন্দেহ হয়। বাড়ীর লোকজন খোঁজখুজি করে রাত ১১ টার দিকে বাড়ীর কাছেই একটা পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এঘটনায় পরিবারের সদস্যরা সন্দেহ করেছেন। তাকে কেউ বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।

বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মিনহাজের কপালে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে।  সারাশরিলে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায় নাই। রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।