September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 1:54 pm

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত

দেশজুড়ে আলোচিত ১৭ বিয়ের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়।

এর আগে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে।

জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল খুলনা জেলার এক নারী কবির হোসেনের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বরখাস্তের আদেশ আসে।

চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে তিনি একাধিক নারীকে প্রলোভনে ফেলেন বলে অভিযোগ রয়েছে। একই কারণে তিনি পূর্বে আরও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে আবারও চাকরিতে ফিরে আসেন।

বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন কবির হোসেন পাটোয়ারী। তবে বিস্তারিত মন্তব্য জানতে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

 

এনএনবাংলা/