September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 2:08 pm

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি আরব

সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এক দেশ আক্রমণের শিকার হলে, অন্য দেশ যৌথভাবে প্রতিক্রিয়া জানাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেন। উভয় দেশের সরকারি সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে দু’দেশই আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। এছাড়াও, চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি বহন করে। পাশাপাশি এতে প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই সমঝোতা বহু দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

এর আগে, শাহবাজ শরিফের সৌদি সফরের সময় তাকে ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন।

 

এনএনবাংলা/