বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। বক্তব্য দেন বরিশাল মহানগর এয়াপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম,বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন,রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার,উপজেলা বিআরডিবি সভাপতি আলমগীর হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজা দিলিপ কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বিপ্লব মিস্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে (ইউএনও) ফারুক আহমেদ বলেন, এবছর উপজেলায় ২৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে’। এড়াতে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘেন পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়