পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
হাবিবুর রহমান পল্টন ও তার লোকজনের দ্বারা প্রেসক্লাবের সাংবাদিক মিফতাউল ইসলামকে প্রহার এবং জোরপূর্বক প্রেসক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহ সাদা মিয়া, সাংবাদিক মাজহারুল আলম মিলন, মাহমুদুল হাসান আব্দুল হাকিম সরকার বক্তিয়ার রহমান আব্দুল করিম সরকার হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর জেলার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ । মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেস ক্লাবে অনাধিকার প্রবেশ ও সাংবাদিক মিফতাহুলকে প্রহার কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় । প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়