September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 6:15 pm

সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একুশে পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক নিহত ও ৮ জন আহত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওতলা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-ঢাকা ফোরলেন সড়কে বুধবার সকালে উপজেলার নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। একইদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় একুশে বাসের চালক বেলায়েত হোসেন (৪৬) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এতে বাসের হেলপার সহ বাসের আরো অন্তত ৮ যাত্রী আহত হয়।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান এ ঘটনায় বাস চালক নিহত হয়। বাস ও ট্রাকটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে।